পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা জাতীয় পার্টি (জাপা) বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জাপার কার্যালয়ের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাপার সভাপতি গিয়াস উদ্দিন খান, ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, নুরে জামান সিদ্দিকী, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, টিপু সুলতান, কেরামত আলী, রেজাউল করিম, জয় প্রমূখ।