পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মুন্ডা গোষ্ঠির স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুন্ডা জাতি সত্বার বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশ গ্রহনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় মুন্ডা সম্মেলন।
মুন্ডা স¤প্রদায়ের নেতা সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে ৩ দিন ব্যাপী উক্ত জাতীয় মুন্ডা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইসহাক হোসেন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি মারটিন মুরমু, সাধারন সম্পাদক সুভাষ হেম্ব্রম, নরেন চন্দ্র পাহান প্রমূখ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন আদিবাসী নেতা সুসেন কুমার শ্যামদুয়ার।
আয়োজকরা জানান, বাংলাদেশের মুন্ডা জাতি সত্বার মানুষের অধিকার, নিজস্ব সাংষ্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে উন্নয়নে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে মুন্ডা জাতি সত্বার বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নিয়েছে।