পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলার নজিপুর চক নিরখিন মিশন চত্বরে বুধবার শুভ প্রাক বড় দিন উৎসব উদযাপন করা হয়েছে।
মিশনারী নওগাঁ সার্কেকেলের পাষ্টর আমিন হেম্ব্রম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই শুভ প্রাক বড় দিন উৎসবের কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নজিপুর পৌর কাউন্সিলর জগদীশ চন্দ্র সাহা বাচ্চু, চক নিরখিন মিশনের প্রকল্প ব্যবস্থাপক মিষ্টার দিলিপ বাস্কে, টমাস যোগেন্দ্রনাথ প্রামানিক, মঙ্গল হেমব্্রম, আনানিয়েল টুডু, কর্নেল মার্ডি, অনিল মুর্মু, যোসেফ, রিতা মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।