শাহ আলম, টাঙ্গাইল : জাতীয়পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মুক্তির দাবিতে আজ বুধবার বিকালে বিক্ষোভ মিছিল বের করে টাঙ্গাইলের ভূযাপুর উপজেলা জাতীয় পার্টি। বিক্ষোভ মিছিলটি ইব্রাহিম খাঁ সরকারী কলেজে এলাকা থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষীন করে বাসষ্টেশন এসে শেষ হয়। পরে তারা একটি পথসভার আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক রেজাউল করিম মুজাফ্ফর, স্থানীয় জাতীয় পার্টির নেতা খন্দকার আব্দুর রাজ্জাক ও উপজেলার যুব সংহতির সভাপতি খন্দকার জাহিদ হাসান প্রমুখ।