বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে আ’লীগ প্রার্থীর কর্মীসভায় বিএনপি-জামায়াতের হামলা : আহত ৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৮:৫৬ অপরাহ্ণ

M-1চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ শাহরিয়ার আলম এমপির কর্মী সভায় হামলা করেছে বিএনপি-জামায়াত। এসময় তারা দুটি মোটর সাইকেল ভাংচুর করে। ১৮ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার শলুয়া ডিগ্রী কলেজে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী কর্মী সভায় ওই ঘটনা ঘটে। হামলায় অন্তত: ৫ জন আহত হয়েছে।
জানা যায়, বুধবার নিবার্চনী কর্মীসভায় আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা সমবেত হলে বিএনপি-জামায়াত কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আওয়ামী লীগ নেতা কর্মীরা দিগি¦দিক ছুটোছুটি করে আত্মরক্ষার চেষ্টা করে। এ সময় হামলাকারীরা দুটি মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। নির্ধারিত কর্মীসভাটি পুলিশের উপস্থিতিতে বিকেলে অনুষ্ঠিত হয়।
শাহরিয়ার আলম বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা প্রতিহত করতে সব নেতাকর্মীসহ চারঘাট বাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন প্রতিহত করার আন্দোলনের নামে বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে তান্ডব ও নাশকতা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন নাশকতা চালিয়ে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচন কর্মী সভা নশ্যাৎ করা যাবে না। তিনি কর্মীদের উদ্দ্যেশে বলেন সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে আ’লীগের প্রতীককে বিজয়ী করতে হবে। চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম এসব কথাগুলো বলেন।  গতকাল বুধবার বিকালে শলুয়া ডিগ্রী কলেজে আ’লীগের নেতা গোলাম মোস্তফা বুড়ার সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন  উপজেলা আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, জেলা আ’লীগ আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ভারপ্রাপ্ত ইউনিয়ন সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আঃ হান্নান, সাবেক মেম্বর আফাজ উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক ও সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি, সাধাররণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীসভা চলাকালীন বিএনপি-জামায়াত একজোট হয়ে ককটেল নিক্ষেপ করলে নেতাকর্মীরা প্রতিহত করতে গেলে দুই গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির সূত্রপাত ঘটে। এ সময় ঘটনা স্থলে ৫ জন আ’লীগ নেতাকর্মী আহত হয়। আহতরা হলো আড়ানী পৌর কৃষকলীগের সভাপতি সাজেদুর রহমান (৫৫), চারঘাট সাবেক ছাত্রলীগ সভাপতি একরামুল হক, সাহাদত হোসেন, বাহাদুর, সাদ্দাম। বর্তমানে আহতরা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ দিকে সন্ধ্যায় চারঘাটে নেতাকর্মীর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের  হয়। বিক্ষোভ মিছিল শেষে চারঘাট চৌরাস্তা মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন শাহরিয়ার আলম।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!