চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে বিএনপি কার্যালয়সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ১২টায় চাঁদপুর সদর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দেবপুর এলাকায় ওই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত দেবপুর এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয় ও ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ওইসব প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর শেষে চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ওই ঘটনায় কেউ আটক হয়নি।