গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : নিদর্লীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ও ১৮ দলের নেতা কর্মীদের অন্যায়ভাবে আটকের প্রতিবাদে অবরোধের দ্বিতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বুধবার বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি-জামায়াত। মিছিলটি রহরপুর ষ্টেশন বাজার থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজমোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল হক, রহনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আহম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলাম বকুল, নায়েবে আমীর আব্দুর রহমান, পৌর জামায়াতের আমীর মিজানুর প্রমূখ।