কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় অবরোধ চলাকালে ট্রাক ভাংচুরের অভিযোগে ৪ পিকেটারকে ৩মাসের করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহম্মেদ ওই রায় প্রদান করেন।
জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে ওই ৪ পিকেটার কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের লাহিনীপাড়া এলাকায় শান্তিপূর্ণ অবরোধের নামে ট্রাকে ভাংচুর চালায়। ওইসময় কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড দেয়া হয়।