কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে। ১২৮ ডিসেম্বর বুধবার দুপুরে তাদের আটক করে র্যাব। আটককৃতরা হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার বরইটুপি গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে মিন্নাফ মন্ডল (৩৭) ও একই উপজেলার বটতৈল কবিরাজপাড়া এলাকার হুজুর আলীর ছেলে লাল্টু (৩৫)। র্যাব জানিয়েছে, আটককৃত ওই দুই যুবক অস্ত্র ব্যবসায়ী।
জানা যায়, বুধবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা তাদেরকে সদর উপজেলার বরইটুপি গ্রাম থেকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে জার্মানীর তৈরী একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি পাইপগান, একটি ম্যাগজিন, ৪রাউন্ড গুলি ও ২রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
র্যাব-১২’র স্কোয়াড লিডার কৌশিক আহম্মেদ রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।