কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার সকাল ১১টায় ২১তম হাম রুবেলা টিকাদান বিয়য়ক এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ওই সভার আয়োজন করে।
নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমির উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার এ সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালালুর রহমান আকন,মোসাঃ ফাতেমা খানম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাফর আলী খান,ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার,মোঃ মাহমুদ হোসেন রিপন,শিশির দাস,কামরুজ্জামান লিটন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সহ সরকারি বে সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
