মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভারতীয় ২গ ৫০ পিচ শাড়িসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী শাড়ীসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার চৌমুহনা চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে কুলাউড়া উপজেলার মির্জাপুর গ্রামের আবদুর রকিবের ছেলে কামরুল ইসলাম (২২) ও শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার অঞ্জুন গোয়ালের ছেলে অরুন গোয়াল (২৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ থেকে ভারতীয় শাড়ি বোঝাই শ্রীমঙ্গলগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্র চ -১৪ ০০৪২) মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহার রঞ্জন নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শাড়ির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।