শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের বহু শহরে প্রতিদিনই কল-কারখানা আর যানবাহন থেকে নির্গত হয় বিষাক্ত ধোঁয়া। আর এর ফলে চরম আকার ধারণ করছে বায়ু দূষণ। যার ফলশ্র“তিতে মানুষ আক্রান্ত হচ্ছে নানা রকম রোগ-ব্যধিতে। এবার বায়ুকে দূষণমুক্ত করতে বিজ্ঞানীরা তৈরি করেছেন এক বিশেষ ধরনের সাইকেল বাইক। যা পথে চলার সময় আশেপাশের দূষিত বায়ুকে শোধন করতে করতে এগোবে।
ব্যাংককের ‘লাইট ফগ ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন’ নামের একটি কোম্পানি তৈরি করেছে এই পরিবেশবান্ধব সাইকেল বাইক। বাইকটিতে রয়েছে একটি অ্যালুমিনিয়ামের তৈরি ফ্রেম। যেখানে ফটোসিসিনথেসিস প্রক্রিয়াটি অবিরত চলবে। এখানে লিথিয়াম-আয়ন ব্যাটারির সাহায্যে কৃত্রিম উপায়ে বিদ্যুৎ তৈরি হবে। আর ওই বিদ্যুতের সাহায্যে পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে অক্সিজেন উৎপাদিত হবে। চলন্ত অবস্থায় বাইকটি থেকে অক্সিজেন বেরিয়ে বাতাসের সাথে মিশে যাবে। এতে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়বে ও দূষণ কমবে।
তবে বিষয়টি এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। বাণিজ্যিকভাবে কোন পরিবেশবান্ধব বাইক এখনও তৈরি করা হয়নি। নির্মাণকারী সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে কয়েকটি বাইক পথে নামানো হয়েছে। এর সুবিধা-অসুবিধা-কার্যকারিতা খতিয়ে দেখে তবেই বেশি সংখ্যক বাইক ছাড়া হবে বাজারে। এখন ওই বাইকগুলোর মূল্য নির্ধারণ করা হয়নি।