জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ২ বিএনপি নেতাকে আটক করে পুলিশ। ১৮ ডিসেম্বর বুধবার অবরোধের দ্বিতীয় দিন বেলা ১১টায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, অবরোধের দ্বিতীয় দিনে বিএনপির কর্মীরা কম্পপুর মোড়ে এবং বেলটিয়া মোড়ে অবস্থান নিতে গেলে পুলিশ বিএনপির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের সাথে তাদের কয়েক দফা ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফ চৌধুরী ও যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ বাবুকে আটক করে। খবর পেয়ে জেলা বিএনপির সেক্রেটারী-পৌর মেয়র ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে।