বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবরোধে গাইবান্ধায় ১৮ দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা : রাস্তায় সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৮:০৭ অপরাহ্ণ
অবরোধে গাইবান্ধায় ১৮ দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা : রাস্তায় সমাবেশ

গাইবান্ধা সংবাদদাতা : সড়ক অবরোধ ও ভাংচুরের মধ্য দিয়ে গাইবান্ধায় ১৮ দলীয় জোটের ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন পালিত হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ষ্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের গোবিন্দগঞ্জ শাখায় বুধবার সকালে মুখে কাপড় বেঁধে একদল অবরোধকারি ভাংচুর করে এবং পেট্টোল বোমা ছোড়ে। পরে তারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মটর সাইকেল ভাংচুর করা হয়।
এদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার ১৮ দলীয় জোটের ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন সফল করার লক্ষ্যে গাইবান্ধা জেলা শহরে জেলা ১৮ দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনারের কাছে এলে পুলিশ মিছিলটিকে বাধা দেয়। পরে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে সেখানেই এক সমাবেশ করে। এসময় ১৮ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি সাইফুল আলম সাকা, শেখ সামাদ আজাদ, অ্যাড. মিজানুর রহমান মিজান, আব্দুল মান্নান সরকার, মাহমুদুন্নবী টিটুল, ডাঃ আব্দুল হামিদ, কামরুল হাসান সেলিম, মমতাজুল ইসলাম খামারী, আব্দুল কাফি মন্ডল, শাকিল ইসলাম পাপুল, রেজাউল হক চৌধুরী, ওমর ফারুক সেলু, আব্দুল মোন্নাফ আলমগীর, মোশাররফ হোসেন বাবু, ঝর্না মান্নান, অ্যাড. হানিফ বেলাল, শফিকুল ইসলাম লিপন, শাহীন মাহমুদ, অ্যাড. ফরহাদ হোসেন নিয়ন, রাগিব হাসান চৌধুরী, জামিরুল ইসলাম খন্দকার, শফিকুল ইসলাম রুবেল, আনিসুজ্জামান খান লোহানী তুষার, আমান উল্যাহ চৌধুরী সাজু, কামরান নাহিদ, শাহীন আহমেদ প্রমুখ।
এছাড়া গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাদুল্যাপুর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ উপজেলাতেও মিছিল সমাবেশ করেছে অবরোধকারিরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!