হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে হরতাল-অবরোধের কারনে প্রত্যন্ত গ্রাম-গঞ্জে বেগুনসহ বিভিন্ন সবজির দাম অস্বাভাবিক কমে গেছে।এতে কৃষকদের মোটা অংকের লোকসান গুনতে হচ্ছে।স্থানীয় কৃষকরা জানায়, টানা অবরোধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে প্রাইকার না আসা ও পরিবহন সংকটে সময়মত সবজি বিক্রি করতে না পারার কারনে অনেকের উৎপাদিত সবজি ক্ষেতেই নষ্ট হচ্ছে। সরেজমিনে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলার চর হাজীপুর,সাহেবেরচরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়,পাইকাররা ক্ষেত থেকে ৫-৬ টাকা কেজি দরে বেগুন ক্রয় করছেন। এসব বেগুন খুচরা পর্যায়ে ৭-৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে সার,কীটনাশক,শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বাদ দিয়ে কেজি প্রতি বেগুনেই লোকসান গুনতে হচ্ছে ২-৩ টাকা এবং অন্যান্য সবজিতেও কম-বেশি লোকসান গুনতে হচ্ছে বলে কৃষকরা জানান।