সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় রবিবার উপজেলার মানিকদিঘী গ্রামে এক ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে। ডাঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোলা মোঃ এমরান আলী রানা। প্রধান বক্তা ছিলেন, মাওলানা মোঃ হযরত আলী আনছারী। এছাড়াও জালসায় স্থানীয় বিভিন্ন আলেম ও ওলামাগণ ইসলামী বিষয় নিয়ে আলোচনা করেন। জালসায় বিপূল সংখ্যক নারী-পুরষের সমাগম ঘটে।