বিশেষ প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তনে দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সেবাসটিয়ান পিরিফিকেশন। দু’দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন ও ফেসিলেটর হিসেবে বিভিন্ন দিক তুলে ধরেন এডিপির ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থনীতি প্রকল্প অফিসার হাফিজুর রহমান সোহাগ। এতে অংশ গ্রহণ করেন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।