মেহেরপুর প্রতিনিধি : অবরোধ সফল করতে মেহেরপুরে রাস্তায় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রধান ৩ টি সড়ক অবরোধ করেছে ১৮ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকরা। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। ১৭ ডিসেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দীনদত্ত ব্রীজ থেকে ঘোড়ামারা ব্রীজ, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড় এবং মেহেরপুর-কাথুলি সড়কের কায়েম কাটা মোড়ে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে অবরোধকারীরা। কায়েম কাটা মোড়ে ৭/৮ টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।