মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন শেষে একাদশ জাতীয় সংসদ নিয়ে আলোচনা হতে পারে : সুরঞ্জিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৭, ২০১৩ ৩:০৪ অপরাহ্ণ

suronjitশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার আর কোন অবকাশ নেই। এখন একাদশ সংসদ নির্বাচনের ব্যাপারে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা যেতে পারে। তিনি ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
এসময় তিনি বলেন, একটি দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও এই অবরোধ কার বিরুদ্ধে? যার না আছে রাজনৈতিক যৌক্তিকতা আর না আছে আইনি বৈধতা। জনগণের বিরুদ্ধে এরকম অবৈধ অবরোধ প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।
সুরঞ্জিত বলেন, যখন সরকার গঠনের জন্য ১৫৪টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন হচ্ছে বিএনপি তখনও সংলাপ চালিয়ে যাচ্ছে। এই সংলাপের কোনো অর্থ হয় না। এখন সংলাপ হবে শুধুমাত্র একাদশ নির্বাচনের ব্যাপারে। আর সরকার যদি মনে করে মধ্যবর্তী নির্বাচন দিবে তবে সে ব্যাপারেও আলোচনা হতে পারে। সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসির পর দেশে সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে। তাদের সহায়-সম্পদ দখল করা হচ্ছে। একটি আন্তর্জাতিক মানের বিচার হওয়ার পর দেশবাসীর কাছে এটি কাম্য নয়।
পাকিস্তানের মন্ত্রী চৌধুরী নেসার আলী খানের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশের আইনের বিরুদ্ধে মন্তব্য করা ঠিক নয়। আমাদের একটি নিজস্ব বিচার ব্যবস্থা আছে। সেই বিচার ব্যবস্থার মাধ্যমে একজন অপরাধীকে শাস্তি দেয়া হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!