চুয়াডাঙ্গা সংবাদদাতা : দামুড়হুদা উপজেলা সদরের গুলশান পাড়ায় রাতে দুই ছাত্রীকে উঠিয়ে নিয়ে শ্লীলতহানীর চেষ্টা করেছে ৪ বখাটে যুবক। পুলিশ রাতেই অভিযুক্ত ২জনকে আটক করে। তাদের বিরূদ্ধে দায়ের করা হয়েছে মামলা।
জানা গেছে, দামুড়হুদায় কলেজ পড়ুয়া চার ছাত্রী মেস করে থাকে গুলশান পাড়ার সাইফুলের বাসা ভাড়া নিয়ে। রবিবার রাত ৯.৩০টার দিকে পূর্ব পরিকল্পনা মাফিক দামুড়হুদা বসুতি পাড়ার ফরুর ছেলে মালেক(২৮),বাসস্ট্যান্ড পাড়ার হামিদের ছেলে ইসরাফীল(২৫),বনানী পাড়ার ছাদেক আলীর ছেলে শরিফুল(১৮) ও নতিপোতার আনছার আলীর ছেলে সুজন(১৮) কৌশলে সাইফুলের বাসার মেইন গেট খুলে বাড়িরর ভিতর প্রবেশ করে। পরবর্তীতে ঐ ৪ ছাত্রীর রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় তারা চিৎকার করলে বখাটেরা তাদের হাতে থাকা রড দিয়ে আঘাত করে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। সেই সময় অপর ৩ ছাত্রী পালিয়ে যেয়ে পাড়ার ভিতর চলে গেলে বখাটেরা দ্রুত অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিবের নির্দেশে দ্রুত এ,এস,আই আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে উক্ত ছাত্রীদের কাছে ঘটনা শোনে। এর পর পুলিশ ২ বখাটে শরীফ ও সুজনকে একই পাড়ার একটি মেস থেকে আটক করে। বাকী ২ বখাটে মালেক ও ইসরাফীল পলাতক রয়েছে।
এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক ২ বখাটেকে আটক করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আটকৃত ২ বখাটেকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।