ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় পারিবারিক কলহ ও অভিমানে গতকাল সকালে নীজ ব্যবসা প্রতিষ্টানে মনির হোসেন(৪২) নামের এক ক্রোকারিজ বিক্রেতা বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলা সদরের খলশি গ্রামের ইমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের খলশি গ্রামের ইমান আলীর ছেলে ক্রোকারিজ ব্যবসায়ী মনির হোসেন নীজ দোকানে বসে বিষপান করে। কিছুক্ষণ পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বিষের দুর্গন্ধ ও আর্তনাদের শব্দ পেয়ে মনিরের দোকান খুলেই ঘরের মেঝেতে তাকে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ডুমুরিয়া থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, নিহত মনির পারিবারিক কলহ ও অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।