ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ার শোভনায় আইনী সহায়তা প্রদান সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের জাষ্টিস ফর অল প্রকল্পের উদ্যোগে এক আলোচনা সভা ও ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। মঙ্গল সকালে শোভনা ইউনিয়ন পরিষদের হলরুমে সংস্থার প্রোগ্রাম অফিসার গুলসান আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, শিক্ষক অসিম কুমার পাল, সাংবাদিক সুজিত মল্লিক, সমাজ সেবক ফরহাদুজ্জামান, ডাঃ দিলিপ মন্ডল, শিক্ষক কার্ত্তিক দাস, লায়লা বেগম, রেনুকা মল্লিক, শিক্ষিকা গোলাপী মল্লিক, শিবপদ দাস, শংকরী দেবনাথ, অঞ্জনা রানী ও রানু শীল প্রমুখ। সভা শেষে অসিম কুমার পালকে সভাপতি, ফরাদুজ্জামানকে সাঃ সম্পাদক ও লায়লা বেগমকে সহ-সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন পর্যায়ে এ্যাকসেস টু জাষ্টিস কমিঠি গঠিত হয়।