ঝালকাঠি সংবাদদাতা : সারাদেশে ১৮ দলের ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে ঝালকাঠিতে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে ঝালকাঠি সদর, কাঠালিয়া, নলছিটি ও রাজাপুরে শহরের মধ্যে অটো বাইক,টেম্পু রিক্সা ও ভ্যান চলাচল করতে দেখা গেছে।
এদিকে কাঠালিয়া থানা পুলিশ ব্রীজের নাট-বল্টুসহ ২ সহোদরসহ ও বিএনপির ৩ কর্মী মো. সুমন তালুকদার, মোঃ রাকিব তালুকদার ও মোঃ রবিউল ইসলামকে আটক করেছে। অপরদিকে ঝালকাঠি থানা পুলিশ একজন ও রাজাপুর থানা পুলিশ কেন্দ্রীয় নেতা ও রাজাপুর উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক ডা. মোঃ হেমায়েত উদ্দিনকে নাশকতার অভিযোগে আটক করেছে।
