মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরশাদের মুক্তির দাবিতে শেরপুরে জাপার বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৭, ২০১৩ ৬:৩৬ অপরাহ্ণ

pic-010জিএইচ হান্নান, শেরপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় খরমপুরস্থ পার্টির কার্যালয় সম্মুখে শেরপুর জেলা জাপার সিনিয়র সহ সভাপতি মো. আ. হালিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাপার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন।
এসময় তিনি বলেন, জাপা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে সরকার অন্যায় এবং নাটকীয় ভাবে সিএম এইচে চিকিৎসার নামে আটক রেখেছে। তাই আমরা জ্বালাও-পোড়াও না করে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে সারা দেশব্যাপী জেলায় জেলায় এরশাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছি। তাই অনতিবিলম্বে পল্লী বন্ধুকে মুক্তি না দিলে আগামীতে সরকারের বিরেুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাপা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, সদর উপজেলা জাপা সভাপতি মো. মুখলেছুর রহমান, জেলা কৃষক পার্টির সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক উসমান গণি, জেলা যুব সংহতি সভাপতি এস.এম আশরাফ, জেলা স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি কাজী শাহনেওয়াজ শাহীন, জেলা জাপা ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদুুজ্জামান মাসুদ। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন জেলা জাপা নেতা মো. জয়নাল আবেদীন সিদ্দিকী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!