তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মুক্তির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাপা। ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রাজগঞ্জ হয়ে পূবালী চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় পার্টি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সভাপতি হুমায়ুন কবীর মুন্সি বলেন, আওয়ামীলীগ সরকার কথা দিয়ে কথা রাখেনি। তাই আমি দশম নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করে পরে হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশ অনুসারে ১৩ ডিসেম্বর রাতে মনোনয়ন পত্র প্রত্যাহার করি। প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে দূর্গ গড়ে তোলারও আহবান জানান।
জাপা নেতা মুন্সী বলেন, অচিরেই পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে মুক্তি দিতে হবে। অন্যথায় আন্দোলনের মাধ্যমে কুমিল্লাকে অচল করে দেয়া হবে। বিএনপিসহ সকল দলের অংশ গ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার জোর দাবি জানান এ নেতা।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহিলা দল জেলা কমিটির সভাপতি জোৎস্না আক্তার, সদর দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ, বুড়িচং উপজেলার সভাপতি ডা. হাবিব উল্ল্যাহ, সাধারণ সম্পাদক এস.এম গোলাম বায়েজীদ, মহানগর যুব নেতা আঃ মোতালেব, মো. তহিদুল ইসলাম, গোলাম সারোয়ার, জেলা শ্রমিক নেতা মোঃ আ: কাদের, মো: হায়দার আলী, আ: গণি মাষ্টার, মো: নিজামউদ্দিন, লিটন, ইব্রাহিম মোল্লা, আনিছুর রহমান, মো: শামীম, মো: জাকির ও রবিউল সহ অর্ধশত নেতা-কর্মী।