মৌলভীবাজার প্রতিনিধি : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও এমপি আসাদুজ্জামান নুর এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে জেলা সাংস্কৃতিক ঐক্যজোট। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১১ টার দিকে চৌমূহনা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মতিন, সাংস্কৃতিক সংগঠক আ,স,ম সালেহ সোহেল, সৈয়দ মনসুর আহমদ সুমেল, শিবল প্রসন্ন ভট্টাচার্য, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকারিয়া প্রমূখ।
বক্তারা ওই ঘৃন্য হামলার তীব্র নিন্দা করেন। এছাড়া অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।