ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার শুক্তাগড় ইউনিয়ন আ’লীগ অফিস পুড়িয়ে ফেলার ঘটনায় ২৮ জনের নাম উলেখসহ ৪৩ জামায়াত-পিএনপি নেতাকর্মী বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার শুক্তাগড় ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবুল হক মৃধা বাদি হয়ে এ মামলা করেন।