হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে পৃথক-পৃথক র্যালীর আয়োজন করে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন।
উপজেলা পরিষদের পক্ষে বিজয় র্যালীর নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির স্বপন, স্থানীয় প্রশাসনের পক্ষে ইউএনও মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি বাহার উদ্দিন সরকার, আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আযুব আলী, বিএপির পক্ষে উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন, জাতীয় পার্টির পক্ষে ইউপি চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, কৃষক দলের পক্ষে আহবায়ক শাহীন আহম্মেদ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় অঙ্গ-সংগঠনের ব্যানারে র্যালীতে অংশ গ্রহন করেন শিক্ষক,শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। র্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ কোচ কাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।