লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। ১৬ ডিসেম্বর সোমবার লালমনিরহাট জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী ওই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে রবিবার সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের সময় জামায়াত-শিবিরের নেতাকর্মী হতাহতের প্রতিবাদে মঙ্গলবার লালমনিরহাটে হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রবিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুলিশ ও জামায়াত শিবির সংঘর্ষে শিবিরের ৩ জন ও আওয়ামী লীগের একজন নিহত হয়।