স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচনকালীন সরকারের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধে যারা স্বজন হারিয়েছে, যেসব মা-বোনের সম্ভ্রমহানি হয়েছে, এই যন্ত্রনা শুধু তারাই বোঝে। অন্য কেউ এ জ্বালা বুঝবে না। আজকে যারা বড় বড় কথা বলে তারা অনেকেই সেদিন ক্যান্টনম্যান্টে রাউ ফরমান আলীর অতিথি হয়ে আরাম আয়েশে দিন কাটিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তারাই আবার ক্ষমতায় বসে রুটি-হালুয়া খেয়ে পাকিস্তানিদের তোষামোদ করেছেন। দেরিতে হল্ওে আওয়ামী লীগ খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর এ বিচার যাতে না হয় সে জন্য ওই শক্তিই দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। যারা এসব করছে নতুন প্রজন্ম একদিন তাদেরকেও আইনের কাঠ গড়ায় দাঁড় করাবে। সেদিন বেশি দূরে নয়। তিনি ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার গনপদ্দি ইউনিয়নের পূর্বলাভা ও দড়িতেঘড়ি এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি গোলাম রব্বানি, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন, আ’লীগ নেতা শফিকুল ইসলাম জিন্নাহ, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফেরদৌস রহমান জুয়েল, হাফিজুর রহমান লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।