সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০১৩ ৪:৪৩ অপরাহ্ণ

42মেহের আমজাদ, মেহেরপুর : নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। ভোরে শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও  শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক মাহমুদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করে এ অনুষ্ঠানের সূচনা করেন। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদরাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কুচকাওয়াজে অংশ নেয়। সেখানে উপস্থিত ছিলেন- মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী।

Shamol Bangla Ads

111444

Shamol Bangla Ads

এ ছাড়াও দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

মেহেরপুরে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি :

মেহেরপুরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেছে জেলা বিএনপি। আজ বেলা ১১টার সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন শেষে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে পুস্পমাল্য অর্পন করেন সাবেক এমপি মাসুদ অরুন সহ দলের নেতা-কর্মীরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!