সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভেঙে যাচ্ছে হৃত্বিক-সুজানের সংসার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৬, ২০১৩ ৮:৪১ অপরাহ্ণ

hrittik-sujanশ্যামলবাংলা বিনোদন : অবশেষে সংসার ভেঙে গেল বলিউডের সুপার হিরো হৃত্বিক রোশনের। সমালোচকদের চোখে-মুখে বিস্ময়! আসলেই কি ঘটনা সত্যি? রীতিমতো ধাক্কা খাওয়ার মতোই খবর হলেও এবারের ঘটনা সত্যিই।
এর আগে কয়েকবার বিবাহ বিচ্ছেদের খবর নিয়ে উত্তেজনা ছড়ালেও সমালোচকরা দৃঢ়ভাবে বলতে পারেননি যে, এটা হতে পারে। কিন্তু এবার খোদ হৃত্বিক এক বার্তার মাধ্যমে জানিয়েছেন, অবসান ঘটতে যাচ্ছে তার ও সুজান খানের ১৭ বছরের দাম্পত্য জীবনের। গত ৪ মাস ধরে এক ছাদের নিচে না থাকায় যে গুঞ্জন ডালপালা মেলেছিল, তাই সত্যি বলে জানিয়েছেন হৃত্বিক।
বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা হৃত্বিক  শুক্রবার এক বিবৃতি পাঠিয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ওই বিবৃতিতে হৃতিক এ ঘোষণা দিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, সম্পর্কের ইতি ঘটানোর সিদ্ধান্তটি তার নয়, সুজানের। হৃত্বিকের বাবা রাকেশ রোশন ও সুজানের বাবা সঞ্জয় খান বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে সুজানের খবরটি সত্যি বলে স্বীকার করলেও এখনও তারা হাল ছাড়ছেন না। তারা চাচ্ছেন খুব শিগগিরই সব জটিলতা শেষ হবে এবং হৃত্বিক-সুজান আবার সংসার জীবনে ফিরবে।
৩ বছরের প্রেমের পরিণতিতে ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে হয়েছিল বলিউডের প্রভাবশালী দুই পরিবারের সন্তান হৃত্বিক-সুজানের। হৃত্বিকের বাবা রাকেশ রোশনের মতো সুজানের বাবা সঞ্জয় খানও বলিউডের একসময়ের তারকা।
‘কহো না পেয়ার হ্যায়’ ছবি দিয়ে রূপালি জগতে পা রেখেই তারকা খ্যাতি পেলেও উল্লেখ করার মতো কোন স্ক্যান্ডাল শোনা যায়নি হৃত্বিক রোশনকে নিয়ে। ইন্টেরিয়র ডিজাইনার সুজান আর দুই ছেলে হৃয়ান (৭) ও হৃধান (৫) কে নিয়ে তার সুখের সংসারের খবরই জানত সবাই।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!