শ্যামলবাংলা ডেস্ক : বিজয়ের ৪২ বছর পূর্তি উদযাপনে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাল-সবুজে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করেছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় রবির আজিয়াটা লিমিটেডের আয়োজনে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২৭ হাজার ১শ ১৭ জন মানুষের সমন্বয়ে বিশ্বের সবেচেয়ে বড় এ মানব পতাকা তৈরি বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, স্কুলের শিশু এবং স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেয়।
সোমবার দুপুর একটা ৪৫ মিনিটে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাল সবুজের বিশ্বজয় অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে বড় ওই ‘মানব পতাকা’ তৈরি করে রেকর্ড গড়া হয়। ৬ মিনিট ১৬ সেকেন্ড স্থায়ী ছিল বাংলাদেশের জন্য অনন্য এ মুহূর্তটি।
বাংলাদেশের এ পদক্ষেপটি দেখার জন্য গিনেস ওয়ার্ল্ড কমিটির একজন অনুমোদিত পর্যবেক্ষক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তিনি আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট তথ্য ও ছবি গিনেস ওয়ার্ল্ড কমিটির কাছে তুলে ধরবেন।
এর আগে ২০১২ সালে পাকিস্তানের লাহোরে জাতীয় হকি স্টেডিয়ামে পাঞ্জাব ইয়ুথ ফেস্টিভ্যাল উপলক্ষে ২৪ হাজার ২শ মানুষের অংশগ্রহণে সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরি করা হয়েছিল।