ঠাকুরগাঁও প্রতিনিধি : মুক্তিযুদ্ধের বিজয়ের ৪৩তম দিবসে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইকো কলেজের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লেতে মুগ্ধ করে তোলে দর্শকদের ।
সোমবার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে ইকো কলেজের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ও ভয়াল দৃশ্য প্রদর্শন করে। লাল সবুজের শাড়িতে ১৯ ছাত্রীর নৃত্যের মাধ্যমে দৃশ্যের অবতারনা শুরু হয়। মুক্তি যুদ্ধ কালিন সময়ে ঘটে যাওয়া দৃশ্য পাক বাহিনীর বর্বরতা এবং নিরস্ত্র নারী পুুরুষ ও শিশু কিশোরের মর্মান্তিক দৃশ্য তুলে ধরেন শিক্ষার্থীরা। মুক্তি যোদ্ধা আমিনুল ইসলাম ওই দৃশ্য দেখে কেঁদে ফেলেন। তার মতো বয়সের ভারে নুয়ে পড়া মুক্তি যোদ্ধারা লম্বা শ্বাস নিয়ে বলে ওঠেন ৭১-র এর সেই দিন গুলো শিশুরা আজ মনে করিয়ে দিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রী রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদসহ নানা পেশার নারী পুরুষ শিশু কিশোর এ অনুষ্ঠান উপভোগ করেন।
গত দশ বছর ধরে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে ইকো কলেজ ও পাঠশালার ছাত্র-ছাত্রীরা নৈপূর্ণতা অর্জন করে আসছে।