এস.গুলবাগী, বগুড়া : বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ডের নিকটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী (সিনিয়র ওয়ারেন্ট অফিসার অব:)। ১৫ ডিসেম্বর রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা, রবিবার দুপুরে জমি-জমা সংক্রান্ত জের ধরে কতিপয় ব্যক্তি তাকে জীবন নাশের হুমকি দেয়। বিশ্বরোড থেকে বাড়ী ফেরার কয়েক জন মুখোষধারী যুবক মুক্তিযোদ্ধা হযরত আলীকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কোপাতে থাকে। ওইসময় হযরত আলী মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহমুদুল আলমের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে মুক্তিযোদ্ধা হযরত আলীর সাথে কয়েক ব্যক্তির জমা-জমির বিরোধ আছে। অপরদিকে মুুক্তিযোদ্ধা হযরত আলীর ছেলে জুয়েল জানায় দুর্বৃত্তরা বিষয়টিকে রাজনৈতিক হিসাবে গড়ানোর চেষ্টা করছে।