পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশেরন্যায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় নওগাঁর পত্নীতলাতেও মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন, এন.জিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পত্নীতলা প্রেসক্লাবের উদ্দোগে সোমবার রাত ১২ঃ০১ মিনিটে ৩১বার তপোদ্ধনির মাধ্যমে নজিপুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পমাল্য অর্পন করা হয়।
সূর্যদয়ের সাথে সাথে সরকারী, বে-সরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তলোন সহ সকাল ৯টায় নজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক সহ পত্নীতলা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলোন শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কার্যক্রম আরম্ভ করেন। এসময় অতিথিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন।
পরে শিশু কিশোরদের ক্রিড়া প্রতিযোগীতা শেষে বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে স্বাধীনতার ৪২ বছর পুর্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার বাবলূ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম শাহিন চৌধুরী। এসময় অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল কুমার ঘোষ, মোকলেছুর রহমান চৌধুরী বাবু সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও সুধীজন। বিকেলে প্রিতি ফুটবল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনের পর সন্ধ্যায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।