নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা ও উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসের প্রথম প্রহরে হাই স্কুল মাঠে ৩১ বার তোপধ্বণীর মাধ্যমে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা স্মৃতি অম্লানে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করে। সকালে সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি- বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নীলফামারী স্টেডিয়ামে সকাল ৯টায় জেলা প্রশাসক জাকীর হোসেন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, কারারক্ষি, বিএনসিসি, রোভার স্কাউটস, গার্লস গাইডসসহ বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব, শিশু-কিশোর সংগঠন কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুর ও বিকেলে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।