দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : দেবিদ্বারে মহাজোট প্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু’র পক্ষে লাঙ্গল প্রতীক নিয়ে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে দেবিদ্বার জাতীয় পার্টির স্থানীয় নির্বাচনী কার্যালয় থেকে সাধারন জনগন এবং উপজেলায় সকল ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীকে নিয়ে একটি গণমিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ ফিরোজ আহাম্মেদ, সদস্য সচিব গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় শ্রমীক পার্টির সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, মোঃ আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির আহবায়ক মোসলেম উদ্দিন মোল্লা, সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমূখ।