ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে বউ ও শাশুড়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ ডিসেম্ব সোমবার বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শহিদার খাতুনের ছেলের স্ত্রী শাহীনা বেগম (২৩) রবিবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে করে আত্মহত্যা করে। অপর দিকে ছেলে স্ত্রীর মৃত্যুর খবর শুনে শহিদা খাতুনও (৪৭) বিষপান করে। তাকে বাচাঁতে রাতেই সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ব্যাপারে ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে।