জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ২১বার তোপধ্বনির মাধ্যমে মাধবপুর ‘শিখা সতের’ স্মৃতি সৌধে দিবসের শুভ সূচনা করা হয়। পরে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন সমর্থিত বিএনপি, যুবদল ও ছাত্রদল। ভোরে উপজেলা প্রশাসন, সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেছে। এদিকে বিশাল মিছিল নিয়ে রাত ১২টা ১মিনিটে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন জেলা আ’লীগ নেতা, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ। ছাতক পৌরসভা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের নেতৃত্বে ছাতক প্রেসক্লাব, ডাঃ আফসার উদ্দিনের নেতৃত্বে ও খলিলুর রহমান মানিকের নেতৃত্বে ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী নেতৃত্বাধিন বিএনপি, কঁনকচাপা খেলাঘর আসর, দিলবর আলীর নেতৃত্বে শাহজালাল বহুমুখি বাবুর্চি সমবায় সমিতি, স্বর্ন শিল্পী সমিতি, স-মিল কর্মচারী সমিতি, সুরমা স্পোটিং ক্লাব, হোটেল মালিক সমিতি, একতা যুব সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে। সোমবার সকালে ছাতক হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। পরে শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন, বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও পুরস্কার বিতরনী সভার মধ্যদিয়ে মাঠের কার্যক্রম শেষ করা হয়। বিকেলে ছাতক পাবলিক খেলার মাঠে উপজেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ছাতক সদর ইউনিয়নের বাউসা ও ছাতক ইউনাইটেড ফুটবলদলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে ছাতক ইউনাইটেড ফুটবলদল বিজয়ী হয়।