চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী যথাযথ ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে ২১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির শুরু হয়।
সোমবার ভোর ৭.৩০ মিনিটে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলণের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা, আ’লীগ যুবলীগ, ছাত্রলীগ, পৃথক ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় মিলিত হয়। সকাল ৮ টায় ফয়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিসপ্লে অনুষ্ঠান প্রথমে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, নির্বাহী অফিসার মোহাম্মদ দিদার হোসেন, থানা নির্বাহী অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্লা। সকাল ১০ টায় অডিটরিয়ম ভবনে মহান মুক্তিযোদ্ধাদের সম্ভর্ধনা প্রদান করা হয়।