গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে জাতির শেষ্ঠ সন্তানদের স্মরণে উপজেলা স্মৃতিসৌধে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পুষ্পমাল্য অর্পন শেষে রহরপুর এবি হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রাথী গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, মুক্তিযোদ্ধাগন ও জনসাধারণ। পরে চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগীতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।