শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। ১৬ ডিসেম্বর সোমবার বিকাল সোয়া ৪টায় দলের বনানী কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার ওই কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি, এই সময়ের মধ্যে আমাদের নেতাকে মুক্তি না দিলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, এসএম ফয়সাল চিশতি, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।