ঠাকুরগাঁও প্রতিনিধি : জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা জাতীয় পার্টি।
সোমবার জাপার নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং খানা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে রুহিয়া চৌরাস্তায় এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাপা সাধারন সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া থানা জাপার সভাপতি রামকৃঞ্চ রায়, ইউনিয়ন জাপার সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা এরশাদকে বর্তমান সরকারের পুতুল হিসেবে ব্যবহার করতে না পেরে চিকিৎসার নামে আটক রাখার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন।