শ্যামলবাংলা ডেস্ক : এবার নিজের দেশের জাতীয় সঙ্গীত এক সাথে গাইল ৩ লক্ষ মানুষ। সেই সাথে আরও একটি বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ। এর আগে ২০১৩ সালের ৬ মে ভারতের লতে সাহারা ইন্ডিয়া পরিবার ১ লাখ ২১ হাজার ৬শ ৫৩ জন সমবেত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এতদিন গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে এটাই ছিল ইতিহাস। সোহরাওয়ার্দী উদ্যানে আজ সেই রেকর্ড ভেঙে ফেললো বাঙালিরা।
গণজাগরণ মঞ্চের আয়োজনে সোমবার বিকাল ৪ টা ৩১ মিনিট বাজতেই লক্ষাধিক কণ্ঠে বেজে ওঠে আমার ‘সোনার বাঙলা, আমি তোমায় ভালোবাসি।’ দেশপ্রেমের গভীর আবেগে লক্ষ লক্ষ মানূষ উপস্থিত হয়ে গলা মেলান মঞ্চের শিল্পীদের সাথে। একই সাথে সারাদেশের মানুষ ৪ টা ৩১ মিনিটে দেশের সব স্থানে দাঁড়িয়ে গেয়ে ওঠেন জাতীয় সঙ্গীত।
এ ব্যাপারে ইমরান এইচ সরকার জানিয়েছিলেন, এক সাথে গাইবে ৩ লাখ মানুষ আর শুনবে বিশ্বের ৬শ কোটি মানুষ