শ্যামলবাংলা ডেস্ক : মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ এর বদলে উইন্ডোজ ৮ খুচরা পর্যায়ের ক্রেতাদের কাছে বিক্রি করার ঘোষণা দিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, এ বছরের অক্টোবরের শেষ থেকেই উইন্ডোজ ৭ এর নতুন সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা।
তবে কিছু বিক্রেতার কাছে মজুদ উইন্ডোজ ৭ আছে। সেগুলো স্টক শেষ না হওয়া পর্যন্ত বিক্রি হবে। তবে মাইক্রোসফট নতুন করে এটা বাজারে সরবরাহ করবে না। এ ছাড়াও সফটওয়্যারটির ওইএম ভার্সন বিক্রি চলবে।
এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, বিক্রি বন্ধ করা মানে এ নয় যে, পার্সোনাল কম্পিউটার নির্মাতারা আর উইন্ডোজ ৭ যুক্ত পিসি বিক্রি করতে পারবেন না। উইন্ডোজ ৮ এর জনপ্রিয়তা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।