আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। রাত ১২টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনির পর উপজেলা পরিষদে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রজু, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন,অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পুস্পমাল্য প্রদা করেন। সোমবার সকাল ৯ টায় আইপিজে উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা, পুলিশ আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ শরীর চর্চা এবং খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও অফিসার ইনচার্জ। বেলা ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এতে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু রেজা খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনছুর আলী, আবির উদ্দীন, আব্দুল হামিদ প্রমূখ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।