শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি-জামায়াত দেশের প্রতিটি ঘরে ঘরে সহিংসতা ছড়িয়ে দিতে চায়- এমন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ১৬ ডিসেম্বরের পর থেকে যেখানেই আঘাত, সেখানেই পাল্টা আঘাত করা হবে। তিনি ১৫ ডিসেম্বর রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় ওইকথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। তারা চায় আমাদের নেতাকর্মীরা যেন তাদের বিরুদ্ধে সংঘাতে জড়ায়। এর মাধ্যমে তারা ঘরে ঘরে সহিংসতা ছড়িয়ে দিতে চায়।
তিনি বলেন, আমরা আগেই বলেছি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিরোধ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছি। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেশব্যাপী হত্যাকান্ড ও নৈরাজ্য চালাচ্ছে অভিযোগ করে হানিফ বলেন, নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে।
সভায় সোমবার আওয়ামী লীগের বিজয় দিবসের শোভাযাত্র সফল করার বিষয়ে আলোচনা হয়। বিজয় দিবসে বিকেল ৩টায় আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত এই শোভাযাত্রা করবে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।