সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় রহমত ইকবাল অর্নাস কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক রাজউক এর চেয়ারম্যান মরহুম এম এম রহমত উল্লহ এবং অত্র কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মরহুমা রোকেয়া বেগম এর মৃত্যুতে রবিবার দুপুর ১টায় কলেজ ক্যাম্পাসে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মুনছুর রহমানের সভাপতিত্বে স্বরণ সভায় উপস্থিত ছিলেন, নাটোর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক। এসময় আরোও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, গভনিং বর্ডির সদস্য সাবেক অধ্যক্ষ রুহুল আমীন সরদার, বিলহালতি কলেজের উপাধ্যক্ষ সারোয়ার হোসেন,গভনিং বর্ডির সদস্য সুকাশ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহারুল ইসলাম, সহকারী অধ্যাঃ আলহাজ্ব এস এম আঃ হাই,শিক্ষক তোজাম্মেল হোসেন ও হাফিজুর রহমান প্রমূখ। স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সহযোগিতা করেন, অত্র কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।