শ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে সম্পৃক্ত করে সন্ত্রাস প্রতিরোধ করতে হবে। ১৫ ডিসেম্বর রবিবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ওই কথা বলেন তিনি। বিকেল ৩টা থেকে শুরু হয়ে সাড়ে ৫টা পর্যন্ত চলে ওই বৈঠক।
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে সম্পৃক্ত করে সন্ত্রাস প্রতিরোধ করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে জনপ্রতিনিধিদের একটি চিঠি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়েছে।
কমিটির সভাপতি ভূমি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রেলপথ ও ধর্মমন্ত্রী মুজিবুল হক, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।